Sing along with Anjan Dutt on Stage on 24th Feb,2024
30Years Celebration of Anjan Dutt Contest in Sydney
Special T-Shirts signed by Anjan Dutt
Steps for the Competition
-
Record Your most Favourite Song of Anjan Dutt
-
Post your Recorded Video Song in the Discussion Section of our Event by 14th Feb 2024
-
Include the following tags #30YearsOfAnjanInSydney #BengaliCineClubAustralia #AnjanDuttandtheElectricBand
This special competition is open to all Anjan Dutt Fans living in Greater Sydney and Suburban Areas or who can attend the event on 24th Feb if selected as winner
#30YearsOfAnjan
তিন দশকে আমাদের ভালোবাসা আর ভালোলাগার অনেক কিছু বদলে যায়। সময়ের টানাপোড়েন আর যান্ত্রিকতাবাদ সহজ সরল স্মৃতিগুলোকে জটিল করে তোলে। কখনও বদলে যায় প্রিয় মুখ, আবার কখনো অপ্রিয় হয় চেনা গান।
এর মাঝেও কিছু স্মৃতি আর গান কালজয়ী হয়ে যায় গায়ক আর গায়কীর গুণে। গত তিন দশকে আমরা যারা ফিতের ক্যাসেট থেকে ক্রমে সিডি, আইপড আর হালের ক্লাউডে বাংলা গান শুনছি, তাদের কাছে অঞ্জন দত্ত আর তার গান নিশ্চিতভাবে কালজয়ী হয়ে গেছে।
আর মঞ্চে যখন তিনি গানের সাথে তার স্মৃতির সিন্দুকটা খুলে বসেন, আমরা গল্পগাথায় মন্ত্রমুগ্ধ হই। প্রায় সত্তুর ছুঁয়ে ফেলা তরুন অঞ্জন দত্তের গানের যাত্রা ৩০ পেরোলো।
আর আমাদের সৌভাগ্য যে এই তিন দশকের আন্তর্জাতিক উদযাপন শুরু হবে সিডনি থেকে। আগেও একবার তিনি মুগ্ধতার মায়াজাল ছড়িয়ে গেছেন এই প্রশান্তপাড়ে। এবার আসছেন আরো বেশি ভালোবাসা নিয়ে।
গাইতে চান আপনাদের মধ্যে সেরা গাইয়ের সাথে, একই মঞ্চে দাড়িয়ে?
Sign up to receive the first word when we go live.